চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৬.০৩ কোটি টাকা। মোট ১,৮৮৪টি লেনদেনের মাধ্যমে মোট ২০.৩৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬১.৬৯ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৪৮২.০৭ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ৫.৩৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৫.৪৪। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১.৮৯ পয়েন্ট কমেছে, যা হলো ৯৪২.০০ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল ২০.২৫ ছিল, যা হলো ২,১২৫.৫৪ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭০৫,২৯১.১৩ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৩,৯৭৮.৬৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮২টির। এর মধ্যে দাম বেড়েছে ৫২টির, দাম কমেছে ১০৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।