বিভাগীয় পর্যায়ে মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসব সম্পন্ন

| বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২৮ পূর্বাহ্ণ

শিল্পচর্চার মাধ্যমে মনস্তাত্ত্বিক মুক্তি ও স্বতঃস্ফূর্ততা পুনঃপ্রতিষ্ঠায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শহীদ মুনীর চৌধুরীকে স্মরণ করে প্রথম বারের মতো মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব২০২৫ আয়োজন ১৮ তারিখ কুমিল্লা জেলা ও চট্টগ্রাম জেলার নাটক প্রদর্শনীর মাধ্যমে সমাপ্ত হয়। ১৩ ফেব্রুয়ারি উদ্বোধন অনুষ্ঠান ও লক্ষীপুর জেলার প্রযোজনা ‘তীর্থঙ্কর’ প্রদর্শনীর মাধ্যমে শুরু হওয়া ৬দিন ব্যাপী নাট্যোৎসবে প্রতিদিন ২টি করে নাটক প্রদর্শিত হওয়া নাটকগুলো হলো ফেনী জেলার প্রযোজনায় ‘স্বর্ণবোয়াল, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রযোজনায় ‘বিস্মৃতি স্মৃতি’, খাগড়াছড়ি জেলার প্রযোজনায় ‘মোধই’, রাঙামাটি জেলার প্রযোজনায় ‘স্বপ্নের বয়ান’, কক্সবাজার জেলার প্রযোজনায় ‘সত্যাগমন’, নোয়াখালী জেলার প্রযোজনায় ‘জাল’, চাঁদপুর জেলার প্রযোজনায় প্রত্ননাটক ‘লোহাগড় মঠ’, বান্দরবান জেলার প্রযোজনায় ‘চইংজাঃখ্রাং’, কুমিল্লা জেলার প্রযোজনায় ‘বিরাম চিহ্ন’, এবং চট্টগ্রাম জেলার প্রযোজনায় ‘অলগ্‌গানি’ মোট ১১টি নাটক প্রদর্শিত হয়। সমাপনী দিনে জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ ৬দিন ব্যাপী নাট্যোৎসবকে সাফল্যমন্ডিত করার জন্য সকল নাট্যকার, নির্দেশক, কুশীলব ও দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত উৎসব উদযাপন
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.০৩ কোটি টাকা