জাতীয় অ্যাথলেটিকসে দলগতভাবে সেরা বাংলাদেশ নৌবাহিনী

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২৩ পূর্বাহ্ণ

জাতীয় অ্যাথলেটিকসের এবারের আসরে সেরা অ্যাথলেট হয়েছেন ৪০০ মিটার হার্ডলসে রেকর্ড গড়া নাজমুল হোসেন রনি ও বর্ষা খাতুন। দলগত বিভাগে সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। পল্টনের জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রতিযোগিতার তৃতীয় ও শেষ দিনের ইভেন্টগুলো অনুষ্ঠিত হয়। এদিন দুটি জাতীয় রেকর্ড হয়েছে। পোলভল্টের পুরুষ বিভাগে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৌরভ মিয়া; .৫০ মিটার লাফিয়ে তিনি ভেঙেছেন ২০০৬ সালে বাংলাদেশ নৌবাহিনীর হুমায়ুন কবিরের (.৩৫ মিটার) রেকর্ড। ৪০০ মিটার রিলেতে ৩১ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছে নৌবাহিনীর মেয়েরা। দলের হয়ে শিরিন আক্তার, সাবিহা আল সোহা, নুসরাত জাহান রুনা ও নাথেরা খাতুন সময় নিয়েছেন ৩ মিনিট ৫১ দশমিক ৬২ সেকেন্ড। ১৯৯৩ সালে বিজেএমসির নাছিমা, সুবনা, মনিয়া ও সুমিতা ৩ মিনিট ৫৫ দশমিক ৫৫ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন। নাজমুল ও বর্ষা প্রতিযোগিতার দ্বিতীয় দিনে কীর্তি দুটি গড়েন। পুরুষ ৪০০ মিটার হার্ডলসে ৫০ দশমিক ৮৪ সেকেন্ড সময় নিয়ে নাজমুল ভাঙেন ১৯৯৩ সালে বাংলাদেশ নৌবাহিনীর আব্দুর রহিম নঈমের রেকর্ড (৫১ দশমিক ৮৭ সেকেন্ড)। মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষা ১ মিনিট ৪ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর লিবিয়া খাতুনের রেকর্ড (১ মিনিট ৪ দশমিক ৭০ সেকেন্ড) নিজের করে নেন। ২১টি সোনা, ১৭টি রুপা ও ১২টি ব্রোঞ্জ মিলিয়ে ৫০টি পদক পেয়ে দলগত সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর প্রাপ্তি ১৯ টি সোনা, ১৯টি রুপা ও ১৯ টি ব্রোঞ্জসহ মোট ৫৭টি পদক। ৩টি করে রুপা ও ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি।

পূর্ববর্তী নিবন্ধমেয়রের সঙ্গে ফিলিপাইনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধওয়ানডে র‌্যাংকিংয়ে ব্যাটারদের শীর্ষে গিল, বোলারদের চূড়ায় মাহেশ থিকশানা