ঠোঁট ও তালু কাটা রোগীদের চিকিৎসা সচেতনতামূলক সভা

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স

| বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক দাতা সংস্থা স্মাইল ট্রেন ও বেসরকারি উন্নয়ন সংস্থা শিশুর হাসি সামাজিক সংস্থার আয়োজনে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে কেন্দ্রের সেমিনার হলে ঠোঁট কাটা, তালু কাটা ও মাড়ি কাটা রোগীদের চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা বিষয়ক সচেতনতামূলক সভা গত ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। হেলথ ইন্সপেক্টর প্রিয়তোষ বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি।

উপস্থিত ছিলেন এমটিইপিআই এস এম জিহাদ বাবলু, উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপিবৃন্দ। স্মাইল ট্রেন চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালের প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. সাফায়াত খান ও শিশুর হাসি সামাজিক সংস্থার জেলা প্রতিনিধি মো. আরাফাত এলাহি।

প্রধান অতিথি ডা. জাফরিন জাহেদ জিতি বলেন, ঠোঁট কাটা ও তালু কাটা একটি জন্মগত সমস্যা। এটি কোন অভিশাপ নয়। কেবলমাত্র অপারেশনের মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। তাই সময় নষ্ট না করে সঠিক বয়সে অপারেশন করানো উচিত।

সভায় মূল আলোচনায় ঠোঁট কাটা ও তালু কাটা সমস্যার বিনামূল্যে চিকিৎসা বিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরেন মো. সাফায়াত খান তিনি বলেন, স্মাইল ট্রেন বাংলাদেশসহ বিশ্বের ৯০টি দেশে ঠোঁট কাটা, তালু কাটা ও মাড়ি কাটা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করছে। এ ধরনের রোগীদের প্লাস্টিক সার্জারি করা হয়। প্রতি বৃহস্পতিবার চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালে এ ধরনের সমস্যাগ্রস্ত রোগীদেরও হাসপাতালে থাকা, অপারেশন ও ঔষধপত্রসহ যাবতীয় সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। এটি ব্যয়বহুল বিধায় গরীব রোগীরা অপারেশন করাতে পারেন না। ফলে তারা মানবেতর জীবনযাপন করেন। এ ধরনের রোগী থাকলে হট লাইন নাম্বার সমূহে (০১৮২৫৪৪২৩২২, ০১৮৭৩০৩৩৯৭০) যোগাযোগের জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ার চুনতি একই স্থানে পর পর তিন সড়ক দুর্ঘটনা,আহত ২
পরবর্তী নিবন্ধঅংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে বসন্ত উৎসব