নগরীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪৩ নেতাকর্মী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৬ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ১২টা থেকে গত মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গতকাল দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিএমপি এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেনমো. ইউসুফ, মো. নুর ইসলাম প্রকাশ রিপন, মো. রিফাত, মো. ইয়াসিন আরাফাত, মো. কামাল, ইমন, মো. তারেক, মো. জাকারিয়া, মো. রুবেল, মো.আব্দুল্লাহ, জাহিদ হাসান, মো. শরিফ, মো. ইসমাইল, মো. সুজন, আনোয়ারা থানার বারশত ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ জালাল, কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, মেহেদী হাসান সানজিম, মো. তৈহিদুল ইসলাম, আব্দুল শুক্কুর, মো. রুবেল, মো. আরিফ হোসেন, মোহাম্মদ নাইম উদ্দিন, আলমগীর হোসেন, মো. বেলাল হোসেন প্রকাশ রুবেল, মো. ইসমাইল, মো. রাসেল, মো. শামীম, সোনাগাজী থানার ১ নম্বর চর মজলিসপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন প্রকাশ আনোয়ার খায়ের, মো. মনির, মো. সালাউদ্দিন, মো. সোহেল, মো. আব্দুল হালিম, মুন্নাফ হোসেন, মো. মোক্তার চৌধুরী, মো. শফিউল আলম রাকিব, মো. বাবুল মিয়া, মো. রিয়াদ, মো. শাহরিয়ার, মো. ইকবাল হোসেন, মো. বাদশা ফয়সাল, শাওন প্রকাশ বাবু, মো. কামাল ও মো. হৃদয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজুলাই আন্দোলনে আহতদের ক্যাটাগরি সংস্কারের দাবিতে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধচসিকের সাবেক দুই কাউন্সিলরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা