চুয়েট শিক্ষক রোকসানা খাতুনের একক চিত্রকর্ম প্রদর্শনী

| বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:১৮ অপরাহ্ণ

শুরু হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোছাঃ রোকশানা খাতুনের একক চিত্রকর্ম প্রদর্শনী। গতকাল মঙ্গলবার বিকাল ৪টা থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে এই প্রদর্শনী শুরু হয়।

প্রদর্শনীর উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বি পাভেল, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ফাইন আর্ট বিভাগের অধ্যাপক ড. সুফিয়া বেগম।

২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত আঁকা শিল্পীর বিভিন্ন সময়ের শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে তাঁর ৮০টির বেশি চিত্রকর্ম স্থান পেয়েছে। “দ্যা ন্যাচার” শীর্ষক এ প্রদর্শনীটি আগামী ২০ ফেব্রুয়ারী পর্যন্ত প্রতিদিন বেলা ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীর বিষয়ে অধ্যাপক ড. মোছাঃ রোকসানা খাতুন বলেন, চিত্রকর্ম নিয়ে এতদূর আসা হবে ভাবিনি। করোনাকালীন সময়ে বিভিন্ন খারাপ সংবাদ শুনে বিষণ্ণ থাকতাম। ঠিক তখনই নিজের বিষণ্ণতা ও অবসর সময় কাটাতে আমি আর্ট করা শুরু করি। এর আগে আমি কখনোই আর্ট করিনি। এরপর থেকে এখন পর্যন্ত আমার স্বামী ও সন্তানদের উৎসাহে আমি আমার চিত্রকর্মের মাধ্যমে প্রকৃতির বিভিন্ন মনোরম দৃশ্য ফুঁটিয়ে তুলার চেষ্টা করে যাচ্ছি। এ প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে তরুণ প্রজন্মকে শিল্পের প্রতি আকৃষ্ট করে তুলা যা তাদের মানসিক বিকাশে সহায়ক হবে বলে আমি মনে করি।

পূর্ববর্তী নিবন্ধপুসাকের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ, সম্পাদক জিসান
পরবর্তী নিবন্ধচোখের মাইনাস পাওয়ার এখন বড় সমস্যা না : ডা. আসাদুজ্জামান