নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া

| বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১:৩৩ অপরাহ্ণ

নাইকো দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়াসহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। গত ১৩ ফেব্রুয়ারি, আসামিদের আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ রায়ের দিন ধার্য করেন আদালত।

এই মামলার পর্যবেক্ষণে আদালত বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই মামলাটি করা হয়েছিল। বিএনপির আইনজীবী আমিনুল ইসলাম বলেন, আদালতে আজ ন্যায়বিচার পেয়েছি। এ মামলা করাই হয়েছিল খালেদা জিয়াকে অপমান, অপদস্ত ও হয়রানি করতে।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। ২০০৭ সালের ৯ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম।

দুদকের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সাথে ‘অস্বচ্ছ’ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতি করেছেন তারা। পরের বছরের ৫ মে অভিযোগপত্র দেয়া হয়। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

গত বছরের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক শেখ হাফিজুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় নদীতে মিলল যুবকের মরদেহ
পরবর্তী নিবন্ধসিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ৪৩ জন গ্রেফতার