আলোকচিত্রীদের ফের যে কথা মনে করিয়ে দিলেন কারিনা

| বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩৫ পূর্বাহ্ণ

ভারতের হিন্দি সিনেমার অভিনেতা সাইফ আলী খান ছুরিকাহত হওয়ার পর জীবনযাত্রায় অনেক বিষয়ে সাবধানী হয়েছেন অভিনেতার পরিবারের সদস্যরা।

বিশেষ করে সাইফ ও কারিনা কাপুর তাদের দুই ছেলে তৈমুর আলী খান ও জাহাঙ্গীর আলী খানের বিষয়ে বেশি মাত্রায় সতর্ক হয়েছেন। আলোকচিত্রীদের লেন্সের নিশানা থেকেও দুই ছেলেকে সম্পূর্ণ আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর মধ্যে রণধীর কাপুরের জন্মদিন সপরিবারে বাবার বাড়ি গিয়েছিলেন কারিনা ও সাইফ। বাড়ির বাইরে ক্যামেরা হাতে অপেক্ষা করে থাকা আলোকচিত্রীদের দেখে কারিনা বলেন, “আমার ছবি তুলে আপনারা দয়া করে চলে যান। বাচ্চাদের ছবি তোলা যাবে না, আগেই বলে দিয়েছিলাম, একটিও ছবি তুলবেন না। আমি আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি।”

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় চট্টগ্রামের
পরবর্তী নিবন্ধবাগীশ্বরী সংগীতালয়ের ২০ বছর পূর্তি