কাপ্তাইয়ে ক্রিকেট ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২৮ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা সদরে অবস্থিত কর্ণফুলী স্টেডিয়ামে গত রোববার ক্রিকেট ট্যালেণ্ট হান্ট২য় পর্ব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৪টি বিদ্যালয়ের ছাত্ররা এই ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় অংশ নেয়। এই প্রতিযোগিতায় এ গ্রুপ, বি গ্রুপ এবং সি গ্রুপ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতি গ্রুপে ৪০ জন ব্যাটার, ৪০ জন বোলার এবং ৮ জন উইকেট কিপারসহ মোট ৮৮ জনকে বাছাই করা হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান। প্রতিযোগিতার সদস্য সচিব ছিলেন কাপ্তাই হাইস্কুলের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটিং কোচ মো. হান্নান, বোলিং কোচ মো. শফিউল আলম মনু এবং উইকেটকিপার কোচ বেনু দত্ত। আয়োজক কমিটির সদস্য হিসেবে প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী ডিগ্রী কলেজের শরীরচর্চা শিক্ষক মাসুদুল হক খান এবং ওয়াগ্‌গা উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কল্যাণ বিকাশ তনচংগ্যা। অনুষ্ঠানে অতিথি ছিলেন তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার কাজী জাফরুল ইসলাম, ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর নবী, কাপ্তাই আল আমীন নূরিয়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মো. আব্দুল কাদের, চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসিুইপ্রু মার্মা, বিএন স্কুল এন্ড কলেজের শিক্ষক আমির হোসেন এবং রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে তিন দিনের ভর্তি মেলা শুরু
পরবর্তী নিবন্ধরাউজানে কবির আহমদ স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন