শাহসুফি হযরত বশরত শাহ্’র (রহঃ) বার্ষিক ওরশ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল হাটহাজারীর উত্তর গুমান মর্দ্দন শাহসুফি হযরত বশরত শাহ্ (রহঃ) দরবার শরীফে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শাহসুফি হযরত বশরত শাহ্ (রহঃ) মাজার ও ওরশ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় মাহফিলে উদ্বোধক ছিলেন সাবেক ব্যাংকার মোহাম্মদ শফিউল আলম চৌধুরী কাঞ্চন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক মুহাম্মদ ওহিদুল আলম, মাদার্শা আকবরিয়া স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাস্টার মোঃ দিদারুল আলম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খাইরুল এনাম চৌধুরী (সোহেল), নাগরিক হাসপাতালের এমডি ডাঃ মোঃ এনামুল ইসলাম তালুকদার, উরকিরচর গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী, আল্লামা মোঃ রফিকুল আলম, মোঃ আব্দুর রব চৌধুরী, মোঃ মোরশেদুল আনোয়ার চৌধুরী, মোঃ এস্কান্দর চৌধুরী, মোঃ নুরুছাপা চৌধুরীসহ অন্যান্যরা। পরে দেশ ও জাতির কল্যাণে আখেরী মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।