মনের যতো সুখ দুঃখ প্রাণের যতো ব্যথা,
কান্না হাসি রাশি রাশি কিম্বা নীরবতা।
কিচির মিচির পাখির কূজন কোকিল কণ্ঠে সুর,
খুকির পায়ে নুপুর বাজে কী যে সুমধুর।
নদীর বুকে ছলাৎ ছলাৎ সাগর বুকে ঢেউ,
তারা কি আর বাংলা ভাষা বলতে পারে কেউ?
আমার ভাষা বাংলা ভাষা আমার অহংকার,
এমন মধুর মুখের ভাষা বলুন আছে কার?
আয়রে তরুণ আয়রে যুবা আয় মিছিলে যাই।
ওরা নাকি মুখের ভাষা ‘কাইড়া নিতে চায়’।
বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার প্রাণ,
বাংলা ভাষার পরশে পাই মা’র আঁচলের ঘ্রাণ।
বাংলা ছাড়া ভিন্ন ভাষায় পুরায় কি আর সাধ?
বজ্র হাতে আমরা ওদের জানাই প্রতিবাদ।
মন মননে ধ্যান ও জ্ঞানে যে ভাষাটি গাঁথা,
সে যে আমার বাংলা ভাষা আমার স্বাধীনতা।