একুশ এলে

সুব্রত চৌধুরী | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:১৭ পূর্বাহ্ণ

একুশ এলে ডানা মেলে

বর্ণমালার পাখি,

কৃষ্ণচূড়ার শোকের রেণু

সারা গায়ে মাখি।

একুশ এলে সবার গলে

ভাই হারানোর গান,

শ্রদ্ধাভরে স্মরণ করি

শহীদ বলিদান ।

একুশ এলে যায় খুলে যায়

বদ্ধ মনের দোর,

আঁধার টুটে আলোর বুনন’

বর্ণমালার ভোর।

একুশ এলে শহীদ ভাইয়ের

স্বপ্নে জাগে মন,

মায়ের ভাষার রাখবো সন্মান

করি সবাই পণ।

পূর্ববর্তী নিবন্ধএকুশ শেখায়
পরবর্তী নিবন্ধভাষার লড়াই