একুশ আমার উদ্দীপনা

নকুল শর্ম্মা | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:১৬ পূর্বাহ্ণ

একুশ আমার ভাষার গল্প

মায়ের মুখে শোনা,

একুশ আমার দেশ পেরিয়ে

হাজার স্বপ্ন বোনা।

 

একুশ আমার ভাইয়ের বুকে

রক্ত ঝরা ঘাম,

একুশ আমার জীবন মরণ

লক্ষ কোটি দাম।

 

একুশ আমার সকল আশা

বাংলাতে যাই বলে,

একুশ আমার মনের আবেগ

টগবগিয়ে চলে।

পূর্ববর্তী নিবন্ধভাষার ছড়া
পরবর্তী নিবন্ধফেব্রুয়ারি মাসটা