লিখতে পারি বর্ণ গুলো
ডাকতে পারি মাকে
ভালো লাগে আম্মু যখন
খোকা বলে ডাকে।
আঁকতে জানি শাপলা শালিক
কৃষ্ণ চূড়ার ডালে
লাল সবুজে দেশের কেতন
ছাপিয়ে নরম গালে।
চিনতে পারি রংতুলি আর
হলুদ সাদা লালে
রাষ্ট্র ভাষা বাংলা হলো
বায়ান্নর ঐ সালে।
মরলো রফিক সালাম বরকত
জব্বার সফিউরে
তাদের তরে বাংলা পেলাম
রক্ত রাঙা ভোরে।