ভাষার ছড়া

ওলি মুন্সী | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:১৫ পূর্বাহ্ণ

লিখতে পারি বর্ণ গুলো

ডাকতে পারি মাকে

ভালো লাগে আম্মু যখন

খোকা বলে ডাকে।

 

আঁকতে জানি শাপলা শালিক

কৃষ্ণ চূড়ার ডালে

লাল সবুজে দেশের কেতন

ছাপিয়ে নরম গালে।

 

চিনতে পারি রংতুলি আর

হলুদ সাদা লালে

রাষ্ট্র ভাষা বাংলা হলো

বায়ান্নর ঐ সালে।

 

মরলো রফিক সালাম বরকত

জব্বার সফিউরে

তাদের তরে বাংলা পেলাম

রক্ত রাঙা ভোরে।

পূর্ববর্তী নিবন্ধঅশ্রুভেজা
পরবর্তী নিবন্ধএকুশ আমার উদ্দীপনা