আমীর খসরুর সাথে মতবিনিময়ে মোরশেদ-কাদের-সাইফুদ্দিন পরিষদ

| বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:১২ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোরশেদকাদেরসাইফুদ্দিন পরিষদের নেতারা। দি চিটাগাং কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন বিষয়ে মতবিনিময় করতে তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রার্থীরা।

গত রোববার দুপুরে নগরীর মেহেদীবাগের বাসায় মোরশেদ আহমেদ মঞ্জু ও মুহাম্মদ সাইফুদ্দিনের নেতৃত্বে সাক্ষাতে মিলিত হন তারা। এ সময় প্যানেলের সভাপতি পদপ্রার্থী মোরশেদ আহমেদ মঞ্জু, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দিন, সহসভাপতি ডা. গোলাম কাদের চৌধুরী, কোষাধ্যক্ষ মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, সদস্য পদপ্রার্থী দিলশাদ আহমেদ, প্রকৌশলী আবুল কালাম আজাদ, আজাদ মঈনুদ্দীন, এসএম জমির উদ্দীন, মোহাম্মদ জাহাঙ্গীর কবির, মামুনুল ইসলাম হুমায়ুন, মো. মঈন উদ্দিন খান চৌধুরী এবং প্রকৌশলী মো. রেজাউল হায়াত খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্ষমতার খায়েশ থাকলে ভোটে আসুন : ফখরুল
পরবর্তী নিবন্ধ‘ধর্মীয় শিক্ষা ও ইসলামী সংস্কৃতির অনন্য বাতিঘর জামেয়া’