ক্ষমতার খায়েশ থাকলে ভোটে আসুন : ফখরুল

| বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:১২ পূর্বাহ্ণ

ক্ষমতায় থাকতে চাইলে সরকার থেকে ইস্তফা দিয়ে নির্বাচনের মাধ্যমে জনগণের মুখোমুখি হওয়ার জন্য উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার বিকালে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, আমরা আপনাদের সঙ্গে বিরোধ করতে চাই না, ঝগড়া করতে চাই না। দয়া করে তাড়াতাড়ি এই সংস্কারগুলো শেষ করে নির্বাচন দিন। আর তার আগে কোনো কলাকৌশল করবেন না। পরিষ্কার করে বলতে চাই, এ দেশের মানুষ আগে সংসদ নির্বাচন চায়। তারপর স্থানীয় নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বলতে চাই, উপদেষ্টাদের বলতে চাই, আপনাদের যদি কোনো খায়েশ থাকে, সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে যে দল করতেছেন দল করুন।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি ক্ষমতায় এলে উন্নয়ন বঞ্চনার মুক্তি মিলবে
পরবর্তী নিবন্ধআমীর খসরুর সাথে মতবিনিময়ে মোরশেদ-কাদের-সাইফুদ্দিন পরিষদ