নিখোঁজ হওয়ার ৩ ঘণ্টার মধ্যে দুই শিশুকে উদ্ধার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:০৭ পূর্বাহ্ণ

নগরে নিখোঁজ হওয়ার ৩ ঘন্টার মাথায় জান্নাতুল ফেরদৌস প্রিয়া (১৫) ও মোহাম্মদ আয়াত হামিদ () নামে দুই শিশুকে উদ্ধার করেছে চান্দগাঁও থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সিএন্ডবি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া শিশু দুইটিকে তাদের মাবাবার হেফাজতে বুঝিয়ে দেয়। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, সোমবার রাত ৮ টার দিকে সিএন্ডবি গ্লাস ফ্যাক্টরি রাসেল মির্জা কলোনির নিজ বাসা হতে নিখোঁজ হয় দুই শিশু। পরবর্তীতে এ বিষয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরির প্রেক্ষিতে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাধক রঘুনন্দন চৌধুরীর ৩৯৯তম আবির্ভাব উৎসব শুরু আজ
পরবর্তী নিবন্ধমাতামুহুরী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার