স্মৃতির অতলে

দীলিপ কুমার | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৫৮ পূর্বাহ্ণ

জীবন মানে সংগ্রাম বাস্তবতার নিরিখে

কঠিন আবরণে ঢাকা।

সময়ের বিবর্তনে হারিয়ে যায় সবকিছুই।

নিজেকে মেলাতে পারিনি কতদিন।

সুখের সন্ধানে ব্যস্ত সময়।

সকালের সোনালি রোদ্দুর প্রকৃতিকে আহ্বান করে

পৃথিবীকে মহিমান্বিত করার।

প্রকৃতি তার নিজস্ব শৈলীতে গড়ার প্রয়াসে চলে যায় সময়।

রাত পোহালেই কুয়াশামাখা শিউলি ঝরা সুন্দর সকাল।

আবারো একটি দিনের আগমন ঘটে।

এই ভাবে দিন রাত্রির পট পরিবর্তন।

মানুষের সুখ দুঃখের পরিবর্তন হয় না কখনো।

মানুষ তবুও আশা নিয়ে বেঁচে থাকে নিরাশার দোলাচলে।

সময় গড়িয়ে যায়।

ফাল্গুনীর জীবনে সুদিন আসবে কি কখনও?

বায়ান্নর ভাষা আন্দোলনে ঝাঁপিয়ে পড়া ছেলেটা

আর ফিরলো না।

বূকে জমাট বাধা ব্যথাগুলো কেউ বোঝে না।

সান্ত্বনা দেওয়ার ভাষা নেই।

ফাল্গুনী মায়ের জন্য অকুণ্ঠ ভালোবাসা অবিরাম।।

পূর্ববর্তী নিবন্ধএকুশে চেতনা : ছাত্র আন্দোলনের প্রেরণা
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে