এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াচ্ছে আজ

নজরুল ইসলাম | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩৫ পূর্বাহ্ণ

১৯৯৮ সালে বাংলাদেশের মাটিতে মিনি বিশ্বকাপ নামে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসেছিল। এরপর প্রতি দুবছর অন্তর এই টুর্নামেন্ট আয়োজিত হয় ২০০৯ সাল পর্যন্ত। এরপর করা হয় চার বছর অন্তর চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার নিয়ম। কিন্তু ২০১৩ সালের পর প্রায় ১২ বছর বিরতি দিয়ে বসছে টুর্নামেন্টের অষ্টম আসর। এবারের আয়োজক পাকিস্তান।

যদিও এবারের আসর নিয়ে কম জল ঘোলা হয়নি। আয়োজক পাকিস্তান বলে ভারত বেঁকে বসে পাকিস্তানে যাবে না বলে। শেষ পর্যন্ত তাদের ম্যাচগুলো দুবাইতে রেখে হাইব্রিড মডেলে আয়োজিত হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। আজ নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে উঠবে এবারের আসরের পর্দা। ম্যাচটি অনুষ্ঠিত হবে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল তিনটায়। বাংলাদেশের দর্শকরা সরাসরি দেখতে পাবেন টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে।

শুরুর দিকে টুর্নামেন্ট শুরুর ৬ মাস আগে র‌্যাঙ্কিংয়ের প্রথম আটটি দল এতে অংশ নেওয়ার যোগ্য বলে বিবেচিত হতো। তবে এবারের আসরের আটটি দল টিকিট নিশ্চিত করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনায়। ১০ দলের পয়েন্ট টেবিলে আয়োজক দেশ সহ সেরা আটে থাকা দলগুলো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্বাচিত হয়। আর সে কারণেই এবারের আসরে জায়গা হয়নি সাবেক দুই চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের। এবারের আসরে যে আটটি দল অংশ নিচ্ছে তাদের দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তান। ‘বি’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের তিনটি এবং সংযুক্ত আরব আমিরাতের একটি ভেন্যুতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের ১৫টি ম্যাচ।

আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল। তবে সেটা পাকিস্তানে হবে নাকি দুবাইতে হবে তা নির্ভর করবে ভারতের উপর। যদি ভারত এই আসরের ফাইনালে জায়গা করে নেয় তাহলে ফাইনাল হবে দুবাইতে। আর যদি ভারত ফাইনালের আগেই ছিটকে পড়ে তাহলে ফাইনাল হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এই গাদ্দাফি স্টেডিয়াম ছাড়াও পাকিস্তানের করাচি ন্যাশনাল স্টেডিয়াম এবং রাওয়ালাপিন্ডি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো। গ্রুপ পর্বে ভারতের তিনটি ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

২০০৬ সাল থেকে ৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে চারটি করে দল নিয়ে দুটি গ্রুপে ম্যাচ হয় রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। দুটি সেমিফাইনাল হবে ৪ ও ৫ মার্চ। সর্বশেষ দুই সেমির লড়াইয়ে বিজয়ী দুই দল উঠবে ফাইনালে। ৯ মার্চ হবে টুর্নামেন্টের ফাইনাল। এই তিন ম্যাচের জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছে।

আজ চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠলেও বাংলাদেশ দল মাঠে নামবে আগামীকাল বৃহস্পতিবার। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। এরই মধ্যে বাংলাদেশ দল পৌঁছে গেছে দুবাইতে। এছাড়া দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানভারতের হাইভোল্টেজ ম্যাচটি হবে আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইতে।

এবারের আসরে আর্থিক পুরস্কার থাকছে ৬.৯ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ কোটি টাকা। যেখানে চ্যাম্পিয়ন হওয়া দলের জন্য বরাদ্দ ২২ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার টাকা। রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থাৎ ১১ লাখ ২০ হাজার ডলার বা প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকা। তৃতীয় থেকে অষ্টম অবস্থান পর্যন্ত থাকা প্রত্যেক দলের জন্যই থাকছে নির্দিষ্ট অঙ্কের আর্থিক পুরস্কার। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া তৃতীয় ও চতুর্থ স্থানধারী দুই দল পাবে সমান ৫ লাখ ৬০ হাজার ডলার বা প্রায় ৬ কোটি ৭৬ লাখ ৬১ হাজার টাকা করে। পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজমানি হিসেবে পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা করে। সপ্তম ও অষ্টম দল প্রাইজমানি হিসেবে পাবে ১ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা করে। এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রতিটি দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা করে। এর সঙ্গে যুক্ত হবে গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের আলাদা অর্থ। প্রতি ম্যাচে বিজয়ীরা ৩৪ হাজার ডলার বা প্রায় ৪১ লাখ ৮ হাজার টাকা করে পাবে।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে অনলাইন গেট পাস সিস্টেম চালু
পরবর্তী নিবন্ধতিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত : রাষ্ট্রদূত