আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালিবানের একটি প্রতিনিধিদল জাপানে পৌঁছেছে। জাপানে এটি তাদের প্রথম সফর। জাপানি গণমাধ্যমের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। খবর বাংলানিউজের। তালিবানের প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র, শিক্ষা, অর্থ ও স্বাস্থ্য কর্মকর্তারা। রোববার তারা জাপানে পৌঁছান। তালিবান কর্মকর্তাদের সফর সপ্তাহব্যাপী। ২০২১ সালে ক্ষমতা পুনরুদ্ধারের পর থেকে তালিবানের কূটনৈতিক সফর মূলত আফগানিস্তানের আশপাশের অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। জাপানের মতো দেশে তাদের এমন সফর বিরল ঘটনা।তালিবান প্রতিনিধিরা জাপানি কর্মকর্তাদের সঙ্গে মানবিক সহায়তা চাওয়ার পাশাপাশি সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে পারেন বলে আশা করা হচ্ছে। আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে তালিবান বিভিন্ন আন্তর্জাতিক সমপ্রদায়ের সক্রিয় সদস্য হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। তালিবানের অর্থ মন্ত্রণালয়ের উপ–মন্ত্রী লতিফ নজরি সফরকে সেই প্রচেষ্টার অংশ হিসেবে বর্ণনা করেছেন। শনিবার এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমরা বিশ্বের সঙ্গে সম্মানজনক সম্পর্ক চাই, যেন একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ, অগ্রসর, সমৃদ্ধ ও উন্নত আফগানিস্তান গড়ে তোলা যায় এবং আন্তর্জাতিক সমপ্রদায়ের সক্রিয় সদস্য হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি। আফগান কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জাপানের সরকারি সমপ্রচার সংস্থা এনএইচকে জানায়, তালেবান প্রতিনিধিরা জাপানি সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার পরিকল্পনা করেছেন।











