৫৩তম শীতকালীন ক্রীড়ার ক্রিকেট ইভেন্টে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা গতকাল সোমবার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফাইনালে বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী স্কুল ২৪ রানে নোয়াখালীর কবিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। এর আগে একই দিন বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী স্কুল খাগড়াছড়ি জেলার সাথে সেমিফাইনাল খেলে ফাইনালে উন্নীত হয়।
স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, জানান ছাত্ররা কঠোর পরিশ্রম করে বুদ্ধিমত্তার সাথে খেলে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বিজয়ী হবার গৌরব অর্জন করে। স্কুলটি চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার মর্যাদা বৃদ্ধি করায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন বিদ্যালয়ের খেলোয়াড়, শিক্ষকবৃন্দ এবং বিদ্যালয় পরিচলনা পর্ষদকে ধন্যবাদ জানান। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, স্কুলের দাতা সদস্য আমিনুর রশীদ কাদেরী, কাপ্তাই হাইস্কুলের প্রধান শিক্ষক মাহবুব হাসান, কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী, কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত, রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেনসহ সবাই স্কুলের খেলোয়াড় ও শিক্ষকদের ধন্যবাদ জানান।