শীতকালীন ক্রীড়ায় ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

| মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা পর্যায়ে ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলা পর্যায়ে ক্রিকেট চ্যাম্পিয়ন, অ্যাথলেটিকসে দীর্ঘ লাফ বড় বালক বিভাগে ১ম স্থান, ৪০০ মিটারে ৩য় স্থান, ১৫০০ মিটারে ৩য় স্থান, রিলে দৌড়ে ছোট বালক বিভাগে ১ম স্থান অধিকার করে। উপজেলা পর্যায়ে ক্রিকেট চ্যাম্পিয়ন, ভলিবলে রানার্স আপ, ব্যাডমিন্টন এককে চ্যাম্পিয়ন এবং অ্যাথলেটিকসের বিভিন্ন ইভেন্টে ১ম ও ২য় স্থান অধিকার করে। এ উপলক্ষে গতকাল তাৎক্ষণিক কৃতী শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতায় এই অর্জনের ধারাবাহিকতা ধরে রাখতে সকল শিক্ষার্থীদের আহবান জানান। এই সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম, ক্রীড়া শিক্ষক মো. দিদারুল ইসলাম, সিনিয়র শিক্ষক সাজিয়া আফরিন কুহেলি, মো. আতিকুল ইসলাম, মো. শওকতের রহমান, মো. শফিউল আজম, মো. এরশাদুল আলম, মোশারফ হোছাইন, আবু নাছের, খোকন দাশ, লিয়াকত আলী, রুবেল, হৃদয় প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধশীতকালীন ক্রীড়ার ক্রিকেট ইভেন্টে কাপ্তাই নুরুল হুদা কাদেরী স্কুল চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন