হাটহাজারীর কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গতকাল সোমবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সকালে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. মো. সেলিম রেজা। প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. অছিউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এসএম জুলফিকার। শিক্ষার্থীদের চারটি হাউসে বিভক্ত করে মোট ৩০ টি ইভেন্টে দুই শতাধিক ক্রীড়াবিদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গোলাপ হাউস শ্রেষ্ঠ হাউস নির্বাচিত হয়। ছোট, মধ্যম ও বড় বালক গ্রুপে যথাক্রমে তাহমিদ আলম, আজিজুল ইসলাম ও আইমান হক শ্রেষ্ঠ ক্রীড়াবিদ নির্বাচিত হয়। বিচারক ও খেলা পরিচালনায় ছিলেন ক্রীড়া শিক্ষক রেজাউল করিম, নুরুল ইসলাম। সহযোগিতায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক এসএম জুলফিকার, সিনিয়র শিক্ষক মো. বাদশা আলম, অছিউদ্দীন, শাহেনারা বেগম, ইমরান হোসাইন ও সিরাজ উদ্দীন প্রমুখ। হাউসসমূহ ছিল জবা হাউস, হাসনাহেনা হাউজ, গোলাপ হাউজ ও রজনীগন্ধা হাউস।