টেকনাফের সেই ভোল মাছ প্রতি কেজি ১৭০০ টাকায় বিক্রি

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

টেকনাফের নাফ নদে টানা জালে ধরা পড়া সেই ভোল মাছ কেটে কেজি দরে বিক্রি করা হয়েছে। প্রতি কেজি ১৭০০ টাকা বিক্রি করা হয়েছে পাঁচমণ ওজনের এই মাছটি। মাছটির পাইকারী ক্রেতা স্থানীয় মৎস্য ব্যবসায়ী জাফর আলম এ তথ্য জানান।

তিনি জানান, গতকাল সোমবার সকাল নয়টার দিকে টেকনাফ পৌরসভার উপরের বাজারে মাছটি বিক্রি করা হয়েছে। এ সময় মাছটি দেখার জন্য এবং কেনার জন্য উৎসুক জনতা ভিড় করে। সকাল ৯টায় শুরু হয়ে বেলা ১১টায় শেষ হয় মাছ বিক্রি। এর আগে ভ্যান গাড়িতে করে মাছটি বাজারে আনা হয়। চারজন শ্রমিক মাছটি কেটে টুকরো করেন। কাটার পর কেউ দুই কেজি, কেউ তিন কেজি, কেউ পাঁচ কেজি করে কিনেন। কয়েকজন ক্রেতা দশ ও বিশ কেজি করে কিনে নিয়ে যান। মাছটি বিক্রির আগে রোববার মাইকিং করা হয়।

উল্লেখ্য, গত রোববার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের নাফ নদের ঘোলারচর এলাকায় এ মাছ ধরা পড়ে। পরে টেকনাফের মাছ ব্যবসায়ী জাফর আলম ২ লাখ ৬০ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি মাছটি টেকনাফ নিয়ে যান। সেখানে নিয়ে মাছটি বরফ দিয়ে রাখা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক জাহেদ ছিলেন স্বপ্নবাজ ব্যক্তি
পরবর্তী নিবন্ধপ্রতিটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতকে সক্রিয় করতে হবে