কমরেড নাসির উদ্দীন ফাউন্ডেশনের স্মরণসভা

| মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৪৪ পূর্বাহ্ণ

কমরেড নাসির উদ্দীনের ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কমরেড নাসির উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে গত ১৫ ফেব্রুয়ারি আহলা চাইল্ড কেয়ার একাডেমীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি ছিলেন দক্ষিণ জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড শওকত আলী, শ্রমিক নেতা মো. আলী, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম এ কে এম আব্দুল হাই ভূঁইয়া, শিক্ষক নেতা অধ্যাপক কুনাল বিকাশ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা তরুণ দাশ, আবদুল মাবুদ, সাংবাদিক আবদুর রাজ্জাক, শিক্ষক নেতা তরুণ বড়ুয়া, অলক বড়ুয়া, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য, কৃষক নেতা সাইফুদ্দীন সাইফু, আমির হোসেন, শ্যামল বিশ্বাস, মোস্তফা মেম্বার, রূপক বিশ্বাস, শিক্ষক মুফিজ, ইকবাল প্রমুখ। সভায় কৃষক ক্ষেতমজুর, ভাইবোনদের মাঝে খাদ্য সহায়তাকম্বল বিতরণ ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের সাংগঠনিক ইউনিট কমিটি গঠনে সভা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় দুই জনকে পুলিশে দিল স্থানীয়রা