বায়েজিদ বোস্তামীর (রহ.) আদর্শ জীবনে অনুসরণীয় ও অনুকরণীয়

ওরশ মাহফিলে বক্তারা

| মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩৮ পূর্বাহ্ণ

সুলতানুল আরেফিন হযরত সুলতান বায়েজিদ বোস্তামীর (রহ.) বার্ষিক ওরশ গত ১১ ফেব্রুয়ারি সুলতানুল আরেফিন হযরত সুলতান বায়েজিদ বোস্তামীর (রহ.) বার্ষিক ওরশ দরগাহ্‌ শরীফে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দরগাহ্‌ শরীফের শাহী জামে মসজিদের খতিব ও বায়েজিদ কুলগাঁও আলআমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্‌সুফি আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী। প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী (মা.জি.)। বিশেষ অতিথি ছিলেন বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দরগাহ্‌ শরীফ পরিচালনা কমিটির সেক্রেটারি সৈয়দ মোহাম্মদ হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত মোতোয়াল্লী সৈয়দ মুহাম্মদ গোলাম সরওয়ার, দরগাহ শরীফ পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক নওশের আলী খাঁন, আইনজীবী মুহাম্মদ হুমায়ুন আকতার, এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম (লিটু) চৌধুরী, ব্যবসায়ী এম.. আউয়াল, আব্দুর রহমান সওদাগর, ফজলুর রহমান সওদাগর, আবুল কালাম (আবু) কন্ট্রাক্টর, সদস্য আব্দুর রহমান খাদেম, জাহাঙ্গীর আলম, মিলন মেহেদী, শাহাদাত হোসেন, আব্দুল মালেক (সূফি) প্রমুখ। এতে বক্তারা বলেন, রাসূল করিম (.) কর্তৃক শ্রেষ্ঠত্বের স্বীকৃতিপ্রাপ্ত তিন যুগের তৃতীয় যুগ তবে তাবেয়ীনের এক আধ্যাত্মিক মহাসাধক আরেফকুল সম্রাট হযরত বায়েজিদ বোস্তামী (রহ.)। তাঁর আদর্শ সবার জীবনে যেমন অনুসরণীয়অনুকরণীয় ও চারিত্রিক উৎকর্ষতার শ্রেষ্ঠ আসনে আসীন, তেমনি যুগশ্রেষ্ঠ জ্ঞানী, মুহাদ্দিস, মুফাস্‌িসর ও হানাফী মাযহাবের প্রসিদ্ধ ফকিহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২.৯১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধ‘আত্মিক উন্নয়নের মূল চাবিকাঠি তাসাউফ চর্চা’