বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নগরীর সদরঘাটে গুলিবর্ষণ, বিস্ফোরণ, নারীদের শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণ করে হত্যার হুমকির অভিযোগের মামলায় সাতকানিয়া–লোহাগাড়ার সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম রিমান্ড মঞ্জুরের এ আদেশ দেন।
এর আগে পুলিশের পক্ষ থেকে নদভীর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। মহানগর পিপি মফিজুল হক ভূইয়া দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। আদালতসূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নগরীর সদরঘাটে গুলিবর্ষণ, বিস্ফোরণ, নারীদের শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণ করে হত্যার হুমকির অভিযোগে নগরীর সদরঘাট থানায় ২৬৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মোহাম্মদ মোমেন হোসেন জয় নামের এক ব্যক্তি। জয় নিজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন উল্লেখ করে এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা সিটি কলেজ থেকে ইসলামিয়া কলেজ মোড়সহ আশপাশের অলি–গলি থেকে তাদের হাতে থাকা বাঁশের লাঠি, কাঠের টুকরা, ইট–পাথর, লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র–জনতার ওপর হামলা চালান।
একই সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায় এবং সড়কের ওপর থাকা বাস, আটোরিকশা, মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া আসামিরা আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের ধরে মারধর, অশ্লীল গালিগালাজ ও দৃষ্টিকটু ইঙ্গিত, শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে হেনস্তা ও দলবদ্ধ ধর্ষণ করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। প্রসঙ্গত, গত বছরের ১৫ ডিসেম্বর সাবেক সংসদ সদস্য নদভীকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।