বাংলাদেশ দাবা ফেডারেশনের তত্ত্বাবধানে গত ৯ –১৩ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হয় তারুণ্যের উৎসব জাতীয় ইয়ুথ দাবা টুর্নামেন্ট। এতে চেসকোড একাডেমির ১২ জন ছাত্রছাত্রী এবার বিভিন্ন বয়সভিত্তিক ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে। ঋক, নাজিফ ও প্রজ্ঞা গত (২০২৩) ইয়ুথ প্রতিযোগিতায় নিজ নিজ বয়স ক্যাটাগরিতে ৩য় স্থান অর্জন করেছিল, ফলে ফেডারেশনের সার্কুলার অনুযায়ী তারা এবার অফিসিয়াল প্লেয়ার হিসেবে অংশ নিয়েছে। এছাড়া, বিভাগের প্রতিনিধি হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সুহৃদ, তৌহিদা এবং ওমরাহ। সরাসরি অংশগ্রহণ করেছে আয়ান, সৃজন, অরিত্র, সুস্ময়, মুসনাবিন ও জিত। এবারের আসরে ঋক অনূর্ধ্ব–১২ ওপেন বিভাগে ৩য়, নাজিফ অনূর্ধ্ব–১০ ওপেন বিভাগে ৪র্থ এবং প্রজ্ঞা অনূর্ধ্ব–১৪ গার্লস বিভাগে ৪র্থ স্থান অর্জন করেছে। এছাড়া সুহৃদ অনূর্ধ্ব–১২ ওপেন বিভাগে ৬ষ্ঠ, ওমরাহ অনূর্ধ্ব–১০ গার্লস বিভাগে ৬ষ্ঠ, মুসনাবিন অনূর্ধ্ব–১৪ ওপেন বিভাগে ৭ম, তৌহিদা অনূর্ধ্ব–১৬ গার্লস বিভাগে ৮ম, সুস্ময় অনূর্ধ্ব–১৪ ওপেন বিভাগে ১৫ তম, একই বিভাগে আয়ান ১৮তম, সৃজন ২৪তম,অরিত্র ২৭তম এবং জিত অনূর্ধ্ব–১৮ ওপেন বিভাগে ১১তম স্থান অধিকার করে।