পতেঙ্গা চৌধুরীপাড়ায় আন্তঃলংপিচ টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্টের ৫ম সংস্করণ শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছে এলাকার ৭২ জন খেলোয়াড়দের নিয়ে গঠিত ৬টি দল। দলগুলো হলো সিপিকেবি সুপার ফাইটার্স, সিপিকেবি গ্লোরিয়াস শাইনার্স, সিপিকেবি ক্রিকেট ওয়ারিয়র্স, সিপিকেবি স্টারস, সিপিকেবি বার্নার্স এবং সিপিকেবি ভিক্টোরিয়ানস। দলগুলোর নেতৃত্ব দিচ্ছেন এলাকার ছয়জন সিনিয়র ক্রিকেটার আকতার, পারভেজ, শামু, জাহেদ, নিজাম এবং রিকি। অগামী ২১ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।