আজাদী সম্পাদকের সাথে কাজী বেলাল উদ্দিন-আলতাফ পরিষদের সাক্ষাৎ

| সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩৫ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজী বেলাল উদ্দিনআলতাফ পরিষদের প্রার্থীরা। আসন্ন ২২ ফেব্রুয়ারি দি চিটাগাং কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে সামনে রেখে এ মতবিনিময় করেন তারা।

গতকাল রবিবার দুপুরে কাজী বেলাল উদ্দিন এবং আলতাফের নেতৃত্বে দৈনিক আজাদী কার্যলয়ে এ সাক্ষাতে মিলিত হন প্রার্থীরা। মতবিনিময়কালে সোসাইটির আসন্ন নির্বাচনের বিষয়ে বিশিষ্ট এই সমাজসেবক ও সাংবাদিক নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। প্রার্থীরা জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও বৈষম্যহীন এবং সার্বজনীন সোসাইটি গঠনের প্রত্যয় ও পরিবর্তনের লক্ষ্য নিয়ে ১০ টি পদে প্যানেল ঘোষণা করেছেন। এতে সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন। একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদকের নিকট একটি আদর্শ সোসাইটি গঠন এবং উন্নয়নের সুযোগ দিতে সোসাইটির সাংবাদিক পরিবারের সহযোগিতা কামনা করেন। যাতে তারা পুরো প্যানেলে জয়যুক্ত হতে পারেন। এ সময় প্যানেলের সম্পাদক পদপ্রার্থী কাজী বেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ সৈয়দ আলতাফ হোসেন আলী, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এমদাদুল আজিজ চৌধুরী, সদস্য পদপ্রার্থী মোহাম্মদ নূরুল আজিম, মো: জসিমুল আনোয়ার খান, প্রকৌশলী মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ বেলায়েত হোসেন, আবদুল্লাহ আল কাদের, মোহাম্মদ মাহবুবুল আলম, লায়ন মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক নিজের ও পরিবারের পক্ষ থেকে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন। এসময় তিনি পুরো প্যানেলের প্রার্থীদের শুভ কামনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশুরা প্রথমে আদব আখলাক শিখে পরিবার থেকে
পরবর্তী নিবন্ধরাউজানে বৈষম্যবিরোধী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল