ভাগ্য প্রক্রিয়া ও বরকতময় লাইলাতুল বরাত উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গত শুক্রবার রাতে আগ্রাবাদ হাজিপাড়া রহমানিয়া দরবারে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন হাফেজ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াত।
সম্মেলনে প্রধান আলোচক বলেন, শবে বরাত সংক্রান্ত সরাসরি সুরা ‘সুরা দোখান’ শরীফের শুরুতে আল্লাহতাআলা হামীম নাম মোবারকের মাধ্যমে প্রথমে তার সকল রহমতের কেন্দ্র তার হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্মরণ ও অতঃপর কোরআনুল করীমের স্মরণ করেছেন। এরপর চতুর্থ আয়াত শরীফে আমরিন হাকীম বা আদেশ নাজিল ও ষষ্ঠ আয়াত শরীফে রাহমাতাম মির রাব্বিকা অর্থাৎ বিশেষ রহমত নাজিলের উল্লেখ করেছেন। হাদিস শরীফের সমস্ত কিতাবে শবে বরাতের আরো একটি মহান বিষয়ের উল্লেখ রয়েছে–মাগফিরাত বা আল্লাহতাআলার অশেষ ক্ষমা, যার পূর্বশর্ত ঈমান। নেতৃবৃন্দ দ্বীনের প্রকৃত ধারা তথা নির্দেশিত পথের পুনরুজ্জীবন এবং মিল্লাত ও মানবতার স্বাধীনতার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।