হাটহাজারীতে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:২২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে র‌্যাবের হাতে অস্ত্রসহ মো. রাসেল (২৬) নামে এক ছিনতাইকারী আটক হয়েছে। গতকাল রোববার বিকালে র‌্যাব এ তথ্য নিশ্চিত করেছে। র‌্যাব জানায়, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব৭ এর একটি আভিযানিক দল উপজেলার মধ্যম মাদার্শা ইউনিয়নের সিকদার বাড়ি এলাকা থেকে তাকে আটক করে। আটক রাসেল নগরীর বায়োজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও এলাকার শাহ আলমের পুত্র।

র‌্যাব আরও জানায়, হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্রসহ কয়েকজন ছিনতাইকারী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাড়ে দশটার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান শুরু করে। পরে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র‌্যাব সদস্যরা উল্লেখিত স্থান থেকে রাসেল নামের একজন ছিনতাইকারীকে আটক করে। এ সময় আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ এবং তার দেহ তল্লাশি করে একটি প্লাস্টিকের তৈরি কালো রংয়ের খেলনা পিস্তল এবং ১ টি লোহার তৈরি রামদা, কাঠের বাটযুক্ত ১টি ধারালো চাকু, একটি স্টিলের তৈরি বাটন, ১টি লোহার ছেনি উদ্ধার করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব৭।

হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন জানান, আটককৃতকে গতকাল রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজুয়ার সরঞ্জাম ও টাকাসহ ১৭ জুয়াড়ি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধধর্মপুরে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ