দরবারে জিলানী শরীফে বায়েজিদ বোস্তামী ও মালেক শাহের ওরশ

| সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০১ পূর্বাহ্ণ

উত্তর নালাপাড়া দরবারে জিলানী শরীফে পবিত্র লাইলাতুল বরাত রাতে ওরশে সুলতানুল আরেফিন হযরত বায়েজিদ বোস্তামী (.) এবং গাউসে মুখতার হযরত আবদুল মালেক আল কুতুবীর (.) ওরশ অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে ছদারত করেন দরবারের সাজ্জাদানশীন হযরত শাহ্‌সূফি মুহাম্মদ জুনাইদ (মা.জি.)। প্রধান ওয়ায়েজ হিসেবে তকরির পেশ করেন পাহাড়তলী বিবি আয়েশা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি শরফুদ্দিন আকবরি, বিশেষ অতিথি ছিলেন চাক্তাই রাজাখালী জামে মসজিদের খতিবুল মোকারম মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন আল কাদেরি, বোয়ালখালী চরনদ্বীপ দরবার শরীফের খতিব আল মোকারম মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম, মাওলানা মীর মুহাম্মদ আবুল কাশেম, মাওলানা মুহাম্মদ আবুল মনসুর, মাওলানা মুহাম্মদ নুরুল আলম, মাওলানা মুহাম্মদ আব্দুস শুক্কুর, মাওলানা ইসমাইল সিরাজি, মাওলানা মুহাম্মদ ওসমান গণি, হাফেজ মোজাম্মেল হক, হাফেজ আমির হামজা, হাফেজ তৌহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার এ এন এম মতুর্জা, শাহজাদা জাবির বিন জুনাইদ, কবি ও সাংবাদিক শেখ নজরুল ইসলাম মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরান তেলওয়াত করেন মাওলানা মোহাম্মদ তামজিদ। অনুষ্ঠান সূচির মধ্যে ছিলো খতমে কোরআন শরীফ, আসমাউল হুসনা শরীফ, দরুদে নারিয়া শরীফ, খতমে গাউসিয়াসহ অসংখ্য খতমাত। বাদে এশা থেকে ওয়াজ নসিহত, জিকির, মিলাদ কিয়াম। উক্ত খতম সমূহের মুনাজাত করেন হযরতুল আল্লামা মোহাম্মদ হোছাইন আল কাদেরি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৭৮১ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ, নাসার নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে বসন্ত উৎসব পালিত