ভালোবাসা টানটান ফাগুন সময়,
ডালে ডালে কৃষ্ণচূড়া লাল হয়ে রয়।
ফুলে ফুলে প্রজাতি করে কত খেলা,
ফাগুনের প্রেম সুখে কেটে যায় বেলা।
চিকচিক সোনা রোদ ক্ষীণ সুখ মনে,
ফাগুনে প্রভাত ফেরী ভালো লাগা ক্ষণে।
বর্ণমালা পড়ে সুখ চোখে ভাসে ছবি,
ভাষা নিয়ে আনমনে পদ্য লিখে কবি।
মুখে মুখে মাতৃভাষা গুনগুন প্রাণ,
রক্ত দিয়ে শহীদেরা রেখে গেছে মান।
কৃষ্ণ চূড়া লাল ফুল কোকিলের গান,
নৌকা চলে নদী জলে ছুঁয়ে দেয় প্রাণ।
গরু নিয়ে রাখালেরা ছুটে পথ প্রান্তে,
পাল তুলে নৌকা চলে জলের সীমান্তে।