চন্দনাইশের দোহাজারীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো ৪ বছরের এক শিশুর। তার নাম ইব্রাহিম ইনাদ। গতকাল রোববার সকালে দোহাজারী পৌরসভার রায়জোয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, দোহাজারী পৌরসভার ঈদ পুকুরিয়া অছিয়র রহমান বাড়ির ইমরান উদ্দিন পারভেজের ছেলে ইব্রাহিম ইনাদ।
নিহতের নানী ফাতেমা বেগম সাংবাদিকদের জানান, ১০ দিন পূর্বে মেয়ে ও নাতি ইনাদ তাদের বাড়িতে বেড়াতে আসে। গতকাল সকালে ইনাদ বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময় লালুটিয়ার দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ইমাদকে চাপা দিলে গুরুতর আহত হয়। এ সময় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু ইনাদের মৃত্যুতে তার বাড়ি ঈদপুকুরিয়া ও নানা বাড়ি রায়জোয়ারা এলাকায় শোকের ছায়া নেমে আসে।