১০ম জিপিএইচ গলফ টুর্নামেন্ট সম্পন্ন

| রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৪৮ পূর্বাহ্ণ

দেশের শীর্ষস্থানীয় স্টিল রড নির্মাতা জিপিএইচ ইস্পাত লিমিটেড আয়োজিত ১০ম জিপিএইচ গলফ টুর্নামেন্ট গত ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব (বিজিসিসি)-এ অনুষ্ঠিত হয়েছে। গলফিং ও স্পোর্টসম্যানশিপএর এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের খ্যাতনামা গলফার, ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবএর প্রেসিডেন্ট জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ ইনফ্যান্ট্রি ডিভিশন, এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডএর খেলাধুলার উন্নয়ন ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেন। এসময় জিপিএইচএর বোর্ড অব ডিরেক্টর, ও উনাদের পরিবারবর্গ এবং জিপিএইচএর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ আলমাস শিমুল।

পূর্ববর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা
পরবর্তী নিবন্ধপ্রস্তুতি ম্যাচ থেকে তথ্য সংগ্রহ করবে বাংলাদেশ