তারুণ্যের চোখে সুফিবাদ শীর্ষক সেমিনার

| রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:২২ পূর্বাহ্ণ

তারুণ্যের চোখে সুফিবাদ শীর্ষক সেমিনার ১৩ ফেব্রুয়ারি ভাটিয়ারী গল্ফ গার্ডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে তারুণ্যের চোখে সুফিবাদ শীর্ষক সেমিনারে সংগঠনের প্রধান খাদেম এ আর কামরুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাস এর সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর শাহ্‌ কাওসার মুস্তাফা আবুল উলায়ী।

এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড . মোহাম্মদ আহসানুল হাদী, মুফতি সালেহ সুফিয়ান ফরহাদাবাদি মাইজভান্ডারি, এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম, বীর মুক্তিযুদ্ধা মোহাম্মদ রুহুল আমিন, নজরুল ইসলাম আশ্রাফি মাইজভান্ডারি, আলহাজ্ব মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ রুস্তম ও তরিকতপন্থি সংগঠন এর প্রতিনিধি তোফিকুর রহমান। এদিকে অনুষ্ঠান শেষে মিলাদ, কিয়াম এবং দোয়ার মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করে উক্ত অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ৪৬ তম বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধজামায়াতে ইসলামীর জন্য বাংলাদেশ একটি উন্মুক্ত ভূমিতে পরিণত হয়েছে