আমেরিকায় শিক্ষা ও বৃত্তি-সুবিধা বিষয়ে আইআইইউসিতে আলোচনা

| রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:১৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) আমেরিকায় শিক্ষা ও বৃত্তিসুবিধা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স এন্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের আয়োজনে গতকাল বুধবার সেন্ট্রাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এই আলোচনা। আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ড. ..ম ওবায়েদুল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।

আমেরিকায় শিক্ষা ও বৃত্তিসুবিধা শীর্ষক অনুষ্ঠানে মুখ্য আলোচনা উপস্থাপন করেন, আমেরিকার মাইক্রোসফটে কর্মরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ভেন্ডারবিল্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ইন্তিসার রেজোয়ান পরশ। এতে আরো উপস্থিত ছিলেন মার্লিন গ্লোবাল স্টাডি এন্ড ইমিগ্রেশনের সিইও জুয়েল রিজোয়ানি মিয়া। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম একটি বিশ্ব মানের শিক্ষা প্রতিষ্ঠান। আইআইইউসি গ্র্যাজুয়েটরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্যে গিয়ে মেধা ও যোগ্যতা দিয়ে আইআইইউসির পাশাপাশি দেশের মর্যাদাকে সমুন্নত করেছে। মুখ্য আলোচক ইন্তিসার রেজোয়ান আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষার বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, আমেরিকাতে স্কলারশিপসহ পড়াশোনার ব্যাপক সুযোগ রয়েছে। সে সুযোগ নিতে হলে বাংলাদেশি শিক্ষার্থীদের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ এবং সে অনুযায়ী প্রচেষ্টা চালাতে হবে। সঠিক সিদ্ধান্ত ও একাগ্রতা থাকলে ভালো বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপসহ পড়াশোনা কঠিন ব্যাপার নয়।সভাপতির বক্তব্যে ড. ..ম ওবায়েদুল্লাহ বলেন, আইআইইউসির সাথে বিশ্বের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক রয়েছে। সেগুলোকে কাজে লাগিয়ে আইআইইউসির শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে ক্রেডিট ট্রান্সফারসহ উচ্চ শিক্ষার জন্য যাওয়ার সুযোগ গ্রহণ করতে পারে। এক্ষেত্রে ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স এন্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশন ছাত্রছাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাটে জুয়ার সরঞ্জামসহ আটক ১০
পরবর্তী নিবন্ধআলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প