মীরসরাই উপজেলার ফেনী নদীর তীরবর্তী করেরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ড জয়পুর পূর্ব জোয়ার এলাকায় রাতে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার রাত ১২ টা নাগাদ ফেনী নদীতে এই গোলাগুলির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম জোয়ার ও জয়পুর পূর্ব জোয়ার অংশে প্রতিদিন অবৈধ বালু উত্তোলন চলছে। চর কাটা নিয়ে পশ্চিম জোয়ার এলাকায় গোলাগুলি হয় দুই পক্ষের মধ্যে। একপর্যায়ে একপক্ষের ধাওয়া খেয়ে একটি কাটার জয়পুর পূর্ব জোয়ার অংশে তুলে দেন এবং এলোপাথাড়ি রকেট ল্যান্সার ছুড়তে থাকেন।
প্রায় ৮-১০ টি রকেট ল্যান্সার ঐ গ্রামের বসতঘর, পুকুর ও রাস্তায় পড়ে। এতে সাইদুল ইসলাম বাপ্পীর বসতঘরে আগুন লাগে। পরবর্তীতে এলাকার লোকজন এসে আগুন নিভাতে সক্ষম হয়। এরপর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী একত্রিত হয়ে কাটারটি নদীতে ডুবিয়ে ফেলে।
এই বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার এসআই আরিফ হোসেন, বিষয়টি খোঁজখবর নিয়ে জানাচ্ছি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, আমরা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।