চকরিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ তিন ইটভাটা

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ১১:৩৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় একের পর এক সাঁড়াশি অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তিনটি অবৈধ ইটভাটা। এ সময় এসব ইটভাটা থেকে বিভিন্ন সরঞ্জামাদিও জব্দ করা হয়। এতে সংরক্ষিত বনের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা হবে বলে আশা করছেন পরিবেশসচেতন মহল।

উপজেলা প্রশাসন সূত্র জানায়- উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পরিপত্রের আলোকে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালন করা হয়েছে গত তিনদিন ধরে। এ সময় শক্তিশালী এক্সেভেটর দিয়ে একে একে গুঁড়িয়ে দেওয়া হয় তিনটি অবৈধ ইটভাটা। এ সময় ফায়ার সার্ভিস, পুলিশ, আনসারসহ এবং অসংখ্য শ্রমিক এই উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেন।

অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিনসহ ইউএনও এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়- গতকাল বুধবার তৃতীয়দিনের মতো অভিযান পরিচালনা করা হয় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার কার্যক্রম। এ সময় কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জাধীন ফাঁসিয়াখালী বনবিটের সংরক্ষিত বনাঞ্চলের ভেতর আলোচিত উচিতারবিলের বন্য হাতির অভয়ারণ্য ধ্বংস করে গড়ে তোলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীর মালিকানার জিএলবি নামক অবৈধ ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগে গত দুইদিনে গুঁড়িয়ে দেওয়া হয় হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের দুটি অবৈধ ইটভাটা।

এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘উপজেলায় ৮টি ইটভাটা রয়েছে। তন্মধ্যে মানিকপুর এলাকার পাঁচটি ইটভাটার পক্ষে উচ্চ আদালতের নির্দেশনা থাকায় সেখানে অভিযান পরিচালনা করা হয়নি। তবে অন্যান্য স্থানে দাঁড়িয়ে থাকা তিনটি অবৈধ ইটভাটা চিমনিসহ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে মাদকদ্রব্যসহ দুই মাদক কারবা‌রি র‌্যাবের জালে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘন্টায় আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেফতার