তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানকে সামনে রেখে কর্ণফুলী জোনের ৮টি জেলা নিয়ে অনূর্ধ্ব–১৮ বালক ও বালিকা কাবাডি প্রতিযোগিতা গতকাল শুরু হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এই যুব কাবাডি (অনূর্ধ্ব–১৮) বালক ও বালিকা প্রতিযোগিতা গতকাল সকালে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে উদ্বোধন করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাদি উর রহিম জাদিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। চট্টগ্রামের জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নির্বাহী সদস্য আসাদুজ্জামান শাহীন, চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক মুজিবুর রহমান, চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দিন বাবর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল উদ্দিন, সাইফুল্ল্যা মনির প্রমুখ। প্রতিযোগিতার কর্ণফুলী জোনের খেলায় অংশ গ্রহণ করছে কুমিল্লা জেলা, বান্দরবান জেলা, নোয়াখালী জেলা, চট্টগ্রাম জেলা, কঙবাজার জেলা, খাগড়াছড়ি জেলা, লক্ষীপুর জেলা এবং রাঙ্গামাটি জেলার কাবাডি দল।