রাঙ্গামাটি জেলা প্রশাসন আয়োজিত ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ক্রিকেটের ফাইনাল খেলা রাঙ্গামাটি জেলার আব্দুস শুক্কুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় ৪১ রানে মোনঘর রাঙ্গামাটি আবাসিক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টে রাঙ্গামাটি পার্বত্য জেলা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য বৃন্দ, জেলা প্রশাসকের প্রতিনিধি, বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, সহকারি প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদি দর্শক। বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা চ্যাম্পিয়ন হওয়ায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আমিনুর রশীদ কাদেরী, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. হোসেন সহ সর্বস্তরের জনগণ বিদ্যালয়ের খেলোয়াড়দের ধন্যবাদ জানান।