চট্টগ্রামে ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার্সের ১১তম সম্মিলন ও ইন্টার ডিস্ট্রিক্টস মিট ‘বিটস অফ ভেনেবলেন্স অ্যান্ড সিম্ফনি অফ সাপোর্ট’ গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল ইনার হুইল ক্লাবের উদ্যোগে বোট ক্লাবে এই সম্মিলনে সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট ৩৪৫’র চেয়ারম্যান ফারহানাজ কাইউম। এতে অতিথি ছিলেন তাহিয়া খলীল, দিলরুবা আহমেদ, পিএনআর খালেদা আউয়াল ও রোজি আহাদ। উপস্থিত ছিলেন ফার্স্ট রোটারিয়ান গভর্নর আব্দুল আহাদ, যায় যায় দিনের সম্পাদক কাজী রুকন উদ্দিন আহমেদ, অনারারী কাউন্সিলর আব্দুল আউয়াল, রোটারিয়ান ফার্স্ট প্রেসিডেন্ট এম এ কাইয়ুম, ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ তাহেরা ওয়াহিদ, ফার্স্ট ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ড. মল্লিকা বিশ্বাস, অ্যাঞ্জেলা বৈশাখী মেন্ডেস, তাহেরা ওয়াহিদ, শারমিন রহমান, ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ শারমিন হোসেনসহ ডিস্ট্রিক্টের ৪৮টি ক্লাবের প্রেসিডেন্ট ও সদস্যগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিকা হাসান। প্রেস বিজ্ঞপ্তি।