ড. আরপি সেনগুপ্ত নিষ্পাপ সমন্বিত বিদ্যালয়ে শিক্ষাসামগ্রী বিতরণ

| বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৫৪ পূর্বাহ্ণ

নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন পরিচালিত স্বাভাবিক ও বিশেষ শিশুদের বিশেষায়িত প্রতিষ্ঠান ড. আরপি সেনগুপ্ত নিষ্পাপ সমন্বিত বিদ্যালয়ে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান প্রধান শিক্ষক সোমা চক্রবর্ত্তীর সভাপতিত্বে গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক এম নাসিরুল হক। উদ্বোধন করেন অধ্যাপক ডা. বাসনা মুহুরী। স্বাগত বক্তব্য রাখেন নিষ্পাপ সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ। অনুষ্ঠানে নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই, স্কুল ব্যাগ, স্কুল ড্রেস ইত্যাদি তুলে দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন টিটু দাশ ও স্কুল ইনচার্জ লাকী সেনগুপ্ত। প্রধান অতিথি স্কুলের মান উন্নয়নে ভূমিকা রাখায় শিক্ষকশিক্ষিকাদের প্রশংসা করেন এবং নিষ্পাপের সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ধর্ষণ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনারীর প্রতি সম্মান সৃষ্টি করতে হবে পরিবার থেকে