খাগড়াছড়িতে আ. লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৫২ পূর্বাহ্ণ

অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে খাগড়াছড়ির পুলিশের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সুপার । বিজ্ঞপ্তি বলা হয়, খাগড়াছড়িতে গত ২৪ ঘন্টায় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে, নিষিদ্ধ ঘোষিত পানছড়ি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ সাকিবুর রহমান, পানছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহেদুল আলম অনীক, মাটিরাঙা উপজেলার বড়নাল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাফর আহাম্মদ,আচালং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. বিলাল হোসাইন, দপ্তর সম্পাদক মো. হাবিব উল্ল্যা, খাগড়াছড়ির ইসলামপুরের আওয়ামী লীগের নেতা মো. সবুজ ভুইয়া, রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউছুফ পাটোয়ারী, সদস্য মো. আলমগীর হোসেন সদস্য। দীঘিনালা বোয়ালখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. করিম, মেরুং ইউনিয়ন ছাত্রলীগের মো. সুমন গাজী ও কবাখালীর ছাত্রলীগ নেতা মো. আসিফ। গুইমারা উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, লক্ষীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. লোকমান হোসেন, নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক বাদশা মিয়া ও মহালছড়ি সদর ইউনিয়ন ছাত্রলীগের নেতা মো. নুরুল ইসলাম বাবু।

পূর্ববর্তী নিবন্ধআমাকে বন্দী রাখা আয়নাঘর দেখে এসেছি, শীঘ্রই বিচার শুরু হবে : হুম্মাম কাদের
পরবর্তী নিবন্ধহালদায় ফের মৃত ডলফিন