ভালোবাসা তোমার জন্যে

সিমলা চৌধুরী | বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩৪ পূর্বাহ্ণ

ভালোবাসা তোমার জন্যে,

উদ্দাম হাওয়ার বিপরীতে তুলেছি পাল,

দুলেছি তোমার দোদুল্যমান

সিদ্ধান্তের রশি ধরে,অনন্ত সময়।

জীবনের মধ্য দুপুরে সন্ন্যাসীনির মতো

বিরহেরএকতারায় বিষাদের সুর তুলে

ঘুরে বেড়িয়েছি তোমার পাড়ায় পাড়ায়।

তবুও দেখা মিলেনি সেই প্রত্যাশিত সুখ।

আর তোমার কর্ণকুহরেও

পৌঁছাতে পারেনি সেই অর্গলিত

বিরহ বিষাদের বিগলিত সুর।

ভালোবাসা তোমার জন্যে,

ছড়িয়ে দিয়েছিলাম হিম ছড়ানো পথে

বুকপকেটে অভিসারে জমিয়ে রাখা

এক মুঠো ওম মাখা রোদ্দুর।

তুমি ছিলে পড়ন্ত বিকেলের ধারে

বেলা শেষে সেই রোদ্দুরের উষ্ণতা

তোমাকে স্পর্শ করতে হয়েছিল ব্যর্থ।

কত বসন্ত পঞ্চমী পার হয়ে গেল

ঠোঁটের কোণে ছটফট করতে থাকা

অব্যক্ত শব্দগুলো তোমার কাছে

কতবার ভোঁদৌড় দিয়েছিল

আত্মসমর্পণ করবে বলে।

তোমার দৃষ্টি কখনো আমার বিদগ্ধ

হৃদয়ের চৌকাঠে এসে দাঁড়ায়নি।

শব্দগুলোকে তাই দিয়েছিলাম নির্বাসনে।

একদিন জীবনের শেষ সূর্য নিভৃতে ডুবে যাবে

কোন ধূসর বিবর্ণ বিকেলের কোলে।

সমাপ্তির রেখা এঁকে দেবে

ভালোবাসার নিবিড় অন্তর্জালে

দ্বৈত জীবন যাপনের শেষ আকাঙ্ক্ষাটুকু।

পূর্ববর্তী নিবন্ধঅভিমানী বন্ধু আমার
পরবর্তী নিবন্ধকথার জাদু