আজাদী সম্পাদকের সাথে মতবিনিময় ওয়াহিদ-দিলরুবা-রাব্বী পরিষদের

দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি নির্বাচন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:২৫ পূর্বাহ্ণ

দি চিটাগাং কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে সামনে রেখে সোসাইটির সাবেক সভাপতি, দৈনিক আজাদী সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ওয়াহিদদিলরুবারাব্বী পরিষদের নেতৃবৃন্দ। গতকাল বুধবার রাত ৮টায় পরিষদের সভাপতি প্রার্থী ওয়াহিদ মালেকের নেতৃত্বে প্রার্থীরা দৈনিক আজাদী কার্যালয়ে এসে এম এ মালেকের সাথে মতবিনিময় করেন। এই সময় সোসাইটির আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, সোসাইটির স্বার্থরক্ষা, সার্বিক উন্নয়ন, সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যেই তাঁরা নির্বাচনে প্রার্থী হয়েছেন। নেতৃবৃন্দ সোসাইটির হারানো ইমেজ পুনরুদ্ধারসহ বাসিন্দাদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে পরিষদের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

এই সময় সভাপতি পদপ্রার্থী ওয়াহিদ মালেক, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ফজলে রাব্বী খান, সদস্য পদপ্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম (রুপক), তাজুল ইসলাম কামাল, মহিউল ইসলাম (বুড্ডু), চৌধুরী মোহম্মদ মাহতাব উদ্দিন (হুমায়ুন), ব্যারিস্টার আ ল ম মিসবাহুল মুনির (লুবাব) ও অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আশরাফুল হক আনসারী উপস্থিত ছিলেন।

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক নিজের সর্বাত্মক সমর্থন এবং সহায়তার কথা উল্লেখ করে প্রার্থীদের জন্য শুভকামনা জানান। তিনি ভবিষ্যতে সোসাইটির স্বার্থ সংরক্ষণসহ সার্বিক উন্নয়নে পরিষদের প্রার্থীদের আন্তরিক ভূমিকা প্রত্যাশা করেন।

উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি (শনিবার) সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নাসিরাবাদ হাউজিং সোসাইটিস্থ অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধত্রয়োদশ সংসদ নির্বাচন করতে ২৮০০ কোটি টাকা চায় ইসি
পরবর্তী নিবন্ধমোজাম্মেল হকের বাড়িতে মারধরে আহত তরুণের মৃত্যু