কুড়িগ্রামে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া দম্পতি চট্টগ্রামে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

পুলিশের উপর হামলা চালিয়ে গত সপ্তাহে ছিনিয়ে নেওয়া হয়েছিল মাদকসহ গ্রেপ্তার এক দম্পতিকে। গত মঙ্গলবার সেই দম্পতিকে নগরীর দামপাড়া এলাকা থেকে ফের গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হাফিজুল ইসলাম ও তার স্ত্রী সলেমা বেগম। তারা কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার আরাজী পাইকডাঙ্গা এলাকার বাসিন্দা।

গতকাল র‌্যাব৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৫ জানুয়ারি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা থেকে এ দম্পতিকে এক হাজার ৬০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় থানায় তাদের নিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যরাসহ ৭০/৮০ জন লোক পুলিশের ওপর হামলা চালায় এবং গ্রেপ্তারকৃত দম্পতিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।

র‌্যাব৭ আরো জানায়, পুলিশের কাছে তথ্য ছিলগ্রেপ্তারের পর ছিনতাই হওয়া দম্পতি চট্টগ্রামে আত্মগোপনে আছেন। তারা বিষয়টি জানালে র‌্যাব৭ তাদের ধরতে কাজ শুরু করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রথমে হাফিজুল ইসলামকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্ত্রী সলেমা বেগমকে গ্রেপ্তার করা হয়। দুজনকেই নগরীর দামপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন
পরবর্তী নিবন্ধজনগণ কতটুকু সন্তুষ্ট হয়েছে তার ওপর নির্ভর করছে আমার সন্তুষ্টি : মেয়র