চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার সাইফুল গ্রেপ্তার

| বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ২:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম নগরীর চন্দনাইশ থানায় এক ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি অভিযান চালানো হয়। এই হত্যাকাণ্ডটি জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সংঘর্ষের সাথে জড়িত।

সাইফুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাইফুল ইসলামকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। সিএমপির একটি দল তাকে চট্টগ্রামে আনার জন্য ঢাকা গেছে।তাকে আনা হলে আদালতে তোলা হবে।

সাইফুল ইসলাম ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের ৩২তম কমিশনার। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২০তম ব্যাচের কর্মকর্তা। সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি ঢাকার মেট্রোরেল (এমআরটি)-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে শিগগিরই আরও তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাতকড়াসহ আসামি ছিনতাই, প্রধান আসামিসহ চট্টগ্রামে গ্রেফতার ২
পরবর্তী নিবন্ধঅপারেশন ডেভিল হান্ট : চান্দগাঁওয়ে গ্রেপ্তার ৩