এবার চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআইকে অধিগ্রহণের প্রস্তাব দিয়েছে ইলন মাস্কের নেতৃত্বে বিনিয়োগকারীদের এক কনসোর্টিয়াম। খবর বিডিনিউজের।
জবাবে, মাস্কের দেওয়া ৯ হাজার সাতশ ৪০ কোটি ডলারের এর এক দশমাংশ দাম অল্টম্যান প্রস্তাব করেছেন এক্স এর জন্য। মাস্কের দেওয়া প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করে মার্কিন ধনকুবেরের আইনজীবী মার্ক টোবারফ বলেছেন, সোমবার প্রযুক্তি কোম্পানির পুরো মালিকানার জন্য দরপত্রটি ওপেনএআইয়ের বোর্ডে জমা দিয়েছেন মাস্ক। বিশ্বের শীর্ষ ধনী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডান হাত মাস্ক এবং ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের মধ্যে এআই দ্বন্দের কেন্দ্রবিন্দুতে থাকা স্টার্টআপটির ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরে চলমান লড়াইয়ে এটি সর্বশেষ মোড় বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
প্রস্তাবের প্রতিক্রিয়ায় মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স পোস্টে অল্টম্যান লিখেছেন, প্রস্তাবে আমরা রাজি নই। তবে আপনাকে ধন্যবাদ। আপনি চাইলে নয়শ ৭৪ কোটি ডলারে আমরা টুইটার কিনব।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন টুলকে মূলধারায় আনতে ও এই খাতে বিশাল বিনিয়োগের সূত্রপাত ঘটানোর জন্য ওপেনএআই অনেক বেশি কৃতিত্বের দাবি রাখে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
২০১৫ সালে একটি অলাভজনক কোম্পানি হিসাবে স্টার্টআপটি যৌথভাবে প্রতিষ্ঠা করেন মাস্ক ও অল্টম্যান। তবে ২০১৮ সালে টেসলা ও এক্স প্রধান মাস্ক ওপেনএআই ছেড়ে যাওয়ার পর থেকে তাদের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে। ওই সময় ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেন মাস্ক। ওপেনএআই প্রতিষ্ঠার সময় এর উদ্যোক্তাদের মূল নীতি ছিল, কোম্পানিটি অলাভজনক হবে। ইলন মাস্ক অভিযোগ করেন, সে জায়গা থেকে সরে এসেছেন অল্টম্যান।পাল্টা জবাবে ওপেনএআই বলেছিল, সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল বিকাশের জন্য প্রয়োজনীয় অর্থ পেতে তাদের লাভজনক কোম্পানিতে রূপান্তর জরুরি ছিল। এদিকে, ওপেনএআই অধিগ্রহণের এ প্রস্তাবকে সমর্থন করেছে মাস্কের এআই কোম্পানি এক্সএআই, ব্যারন ক্যাপিটাল গ্রুপ ও ভ্যালর ম্যানেজমেন্টসহ বেশ কয়েকটি কোম্পানি। এক বিবৃতিতে প্রস্তাবের বিষয়ে মাস্ক বলেছেন, ওপেনএআইয়ের জন্য এখন সময় এসেছে ওপেনসোর্স ও নিরাপত্তাকেন্দ্রিক শক্তিতে ফিরে আসার, একসময় কোম্পানিটি যেমন ছিল ঠিক তেমন। আর এমনটি ঘটবে তা আমরা নিশ্চিত করব।
বিবিসি লিখেছে, গত বছরের অক্টোবরে ওপেনএআইয়ের সর্বশেষ তহবিলে পাওয়া ১৫ হাজার সাতশ কোটি ডলারের মূল্য নির্ধারণের চেয়ে অনেক কম ৯ হাজার সাতশ ৪০ কোটি ডলারের প্রস্তাবটি। আরও একটি তহবিলে নিয়ে আলোচনার ফলে এখন কোম্পানির মূল্য দাঁড়িয়েছে ৩০ হাজার কোটি ডলারে। এক বিবৃতিতে টোবারফ বলেছেন, ওপেনএআই কেনার জন্য চড়া দরদামের বিষয়টি বিবেচনা করবে মাস্কের কনসোর্টিয়াম।ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও ইতিহাসের অন্যতম উদ্ভাবনী এবং সফল প্রযুক্তি খাতের নেতা হিসেবে কোম্পানিটির প্রযুক্তি রক্ষা ও বিকাশের জন্য সবচেয়ে উপযোগী ব্যক্তি মাস্কই, বলেছেন মাস্কের আইনজীবী ও তার অন্যান্য বিনিয়োগকারীরা।